উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিডিএস পদে অনিল চৌহানকে ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর নিয়োগ করা হয়। এবার ওই পদে তাঁর মেয়াদ আরও আট মাস বাড়াল কেন্দ্র। অর্থাৎ দেশের প্রধান প্রতিরক্ষা কর্তা হিসেবে আরও আট মাস দায়িত্বে থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান (CDS Anil Chauhan)। এবছর ৩০ সেপ্টেম্বর এই পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্র সরকার ৩০ মে, ২০২৬ পর্যন্ত তাঁকে এই পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে।
অনিল সেনা সর্বাধিনায়কের পাশাপাশি কেন্দ্রের সামরিক বিষয়ক দপ্তরের সচিব পদেও রয়েছেন।
দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক ছিলেন বিপিন রাওয়াত (Bipin Rawat)। ২০২১ সালে ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। এরপর ওই পদে অনিল চৌহানকে নিয়োগ করা হয়।
এবিষয়ে বুধবার কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি জেনারেল অনিল চৌহানের ওই পদের পাশাপাশি সামরিক বিষয়ক দপ্তরের সচিব পদেও মেয়াদ বৃদ্ধি করেছে।
১৯৮১ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন অনিল। তিনি পরম বিশিষ্ট সেবা মেডেল, উত্তম যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, সেনা মেডেল এবং বিশিষ্ট সেবা মেডেলের মত একাধিক সম্মান লাভ করেছেন।
সিডিএস পদেও তাঁর ভূমিকা যথেষ্ট প্রশংসিত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তরফে অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন অনিল।