নয়াদিল্লি: জাতীয় শিক্ষানীতির সঙ্গে সংগতি রেখে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের জন্য বিধি বদল করল সিবিএসই (CBSE)। এর ফলে একটি শিক্ষাবর্ষে ২ বার পরীক্ষায় বসার সুযোগ পাবেন সিবিএসই-র দশম শ্রেণির ছাত্রছাত্রীরা। ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। বুধবার বোর্ডের তরফে জানানো হয়েছে, ২টি পরীক্ষার মধ্যে প্রথমটি হবে বাধ্যতামূলক এবং দ্বিতীয়টি ঐচ্ছিক। আগামী বছর থেকে চালু হওয়া নিয়মে ফেব্রুয়ারিতে আয়োজিত বোর্ড পরীক্ষায় দশম শ্রেণির সব পরীক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক। ওই পরীক্ষায় যারা বসবে তাদের মধ্যে কেউ আরও ভালো ফল করতে চাইলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবে। দ্বিতীয় ধাপের ঐচ্ছিক পরীক্ষা হবে মে মাসে। সিবিএসই-র পরীক্ষা নিয়ন্ত্রক সান্যম ভরদ্বাজ বলেন, ‘প্রথম ধাপটি ফেব্রুয়ারিতে এবং দ্বিতীয় ধাপটি মে মাসে অনুষ্ঠিত হবে। দুটি ধাপের ফলাফল যথাক্রমে এপ্রিল এবং জুনে প্রকাশ করা হবে।’ তাঁর বক্তব্য, ‘প্রথম ধাপে পরীক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। দ্বিতীয় ধাপটি ঐচ্ছিক। শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, সামাজিক বিজ্ঞান এবং ভাষাগুলির মধ্যে যে কোনও তিনটি বিষয়ে ফল উন্নত করার অনুমতি দেওয়া হবে।’