Cattle smuggling | নেপাল থেকে ভারতে পাচারের পথে উদ্ধার গোরু, গ্রেপ্তার ২

Cattle smuggling | নেপাল থেকে ভারতে পাচারের পথে উদ্ধার গোরু, গ্রেপ্তার ২

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: নেপাল থেকে ভারতে পাচারের সময় সীমান্তে ২৪টি গোরু উদ্ধার করল এসএসবির ১২ নম্বর ব্যাটেলিয়ন। শুক্রবার সকালে ইন্দো-নেপাল সীমান্তের পাকামুড়ি গ্রামের কাছে উদ্ধার হয় গোরুগুলি। গ্রেপ্তার করা হয় ২ পাচারকারীকে। এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই পাচারকারী আবদুল মতিন(৪৫) ও মহম্মদ এনামুল হক (৫০) বিহারের দীঘল ব্যাংক থানা এলাকার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। এদিন নেপাল থেকে গোরুগুলিকে হাঁটিয়ে সীমান্ত পার হয়ে বিহারের দীঘলব্যাংক এলাকায় পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দেয় এসএসবি জওয়ানরা। সীমান্তে টহল দেওয়ার সময় বিষয়টি নজরে আসতেই গোরুগুলিকে উদ্ধার করতে তৎপর হয় জওয়ানরা। জওয়ানদের দেখেই দুই পাচারকারী গোরুগুলিকে ফেলেই নেপালের দিকে পালানোর চেষ্টা করেন। তাঁদের ধাওয়া করে দুজনকেই পাকড়াও করতে সমর্থ হন জওয়ানরা। পরে এসএসবির তরফে ধৃতদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জেরায় ধৃতরা জানিয়েছেন, দীঘলব্যাংক এলাকায় বিক্রির জন্যই নেপাল থেকে চোরাপথে গোরুগুলিকে আনা হচ্ছিল। এদিনই ধৃতদের কিশনগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *