উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কান-এ ইতিহাস গড়ল বাংলাদেশ (Bangladesh)। পুরস্কৃত হল আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আলি’ (Ali)। এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনও সিনেমা প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের (Cannes Movie Pageant) মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ১১টি স্বল্প দৈর্ঘ্যের ছবিকে বেছে নেওয়া হয়েছিল প্রদর্শনের জন্য। তার মধ্যে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ‘আলি’। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলি শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হল, সে নারীকণ্ঠেও গাইতে পারে! এই চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। এই ছবি ঘিরে শুধুই গান। গানের কথাই বলতে থাকবে আলির গল্প। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগে মারেন আদের নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া ও ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।
নিজেকে বাঙালি হিসাবেই পরিচয় দিতে সবথেকে বেশি ভালবাসেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক রাজীব (Adnan Al Rajeev)। গত ফেব্রুয়ারিতে তাঁর বিয়ে হয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর (Mehazabien Chowdhury) সঙ্গে। চলতি বছর কান চলচ্চিত্র উৎসব থেকে তিনি প্রথমবার বাংলাদেশের জন্য নিয়ে এসেছেন বিশেষ জুরি পুরস্কার।