Calcutta Excessive Court docket | সারা দেশে বাংলাদেশি চিহ্নিত করার কাজ কি পূর্বপরিকল্পিত? প্রশ্ন হাইকোর্টের

Calcutta Excessive Court docket | সারা দেশে বাংলাদেশি চিহ্নিত করার কাজ কি পূর্বপরিকল্পিত? প্রশ্ন হাইকোর্টের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সারা দেশে একই সময়ে বাংলাদেশি (Bangladeshi) চিহ্নিত করার কাজ কেন শুরু হল? কেন জুন মাসই বেছে নেওয়া হল? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Court docket)। বুধবার হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন, দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ করে কেন বাংলাদেশি শনাক্ত করার কাজ শুরু হল? কী কারণ? সব রাজ্যের জন্য কেন জুন মাস বেছে নেওয়া হল? দুই বিচারপতির বেঞ্চের আরও প্রশ্ন, একই সময়ে সব রাজ্যে তল্লাশি হলে তার পিছনে কারণ থাকে। কিন্তু এক্ষেত্রে কী কারণ রয়েছে? পূর্বপরিকল্পিতভাবে কি করা হচ্ছে? অভিযোগ উঠছে, বাংলায় কথা বলার জন্য আটক করা হচ্ছে।

কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, পহেলগাঁও হামলার পর সন্দেহজনক গতিবিধি দেখলে তলব করা হচ্ছে। সব বাংলাভাষীকে নয়। সন্দেহবশত ১৬৫ জনকে আটক করা হয়েছিল। তার মধ্যে ৫ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই ৫ জন নিজেরাই স্বীকার করেছেন তাঁরা বাংলাদেশি।

অন্যদিকে, মামলায় তথ্য গোপন করার অভিযোগ তুলেছেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী। তিনি জানান, এই মামলা দিল্লি হাইকোর্টে (Delhi Excessive Court docket) দায়ের হয়েছে। সেখানে মামলা বিচারাধীন। এই মামলা কলকাতা হাইকোর্ট শুনতে পারে না। আদালতকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলেও উচ্চ আদালতে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী। শেষ পর্যন্ত কেন্দ্রকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ জুলাইয়ের মধ্যে কেন্দ্রকে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৪ অগাস্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *