উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতিতে আরও বিপাকে পড়লেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মঙ্গলবার দিল্লি বিধানসভায় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (সিএজি)-র রিপোর্ট (CAG Report) পেশ করে দাবি করা হয়, কেজরিওয়ালের আমলে আবগারি দুর্নীতিতে ২০০২ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে দিল্লির। দিল্লি বিধানসভায় এদিন এই রিপোর্ট পেশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তদন্তে নেমেছিল সিবিআই এবং ইডি। এই মামলায় আগেই জেলে গিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। দিল্লিতে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার দাবি করে, চলতি বিধানসভা অধিবেশনে সিএজির ১৪টি বকেয়া রিপোর্ট পেশ করা হবে। এই রিপোর্টগুলিতে আপ সরকারের দুর্নীতিগুলি প্রকাশিত হবে।
এর মধ্যে এদিন সিএজির প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, কেজরির আমলে ১৯টি জোনে ব্যবসায়ীরা লাইসেন্স ফেরত দিলেও নতুন করে বরাত দেওয়া হয়নি। এর ফলে ৮৯০ কোটি টাকা ক্ষতি হয়। আঞ্চলিক লাইসেন্স দিতে দেরি করার জন্য দিল্লি সরকারের ক্ষতি হয়েছিল ৯৪১.৫৩ কোটি টাকা। পাশাপাশি এও বলা হয়েছে, ২০১০ সালের ‘দিল্লি আবগারি নীতি’র ৩৫ নম্বর ধারা কার্যকর করেনি কেজরি সরকার। আবগারি নীতি অনুযায়ী শর্ত না মেনে বহু ব্যবসায়ীকে লাইসেন্স দেওয়ারও অভিযোগ ওঠে। আপ সরকারের আমলে দিল্লিতে বিদেশি মদের দাম নির্ধারণের প্রক্রিয়াও ‘অস্বচ্ছ’ ছিল বলে জানানো হয়।