BSF Jawan suicide try | পারিবারিক অশান্তির জের! গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা বিএসএফ জওয়ানের

BSF Jawan suicide try | পারিবারিক অশান্তির জের! গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা বিএসএফ জওয়ানের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হলদিবাড়ি: সীমান্তে কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক বিএসএফ জওয়ান। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের সীমান্তবর্তী হেমকুমারি গ্রামপঞ্চায়েতের শামিলাবস বিওপিতে। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন সকালে হলদিবাড়ি ব্লকের সীমান্তবর্তী হেমকুমারি গ্রামপঞ্চায়েতের শামিলাবস বিওপির ১০ নম্বর গেটে নজরদারি করছিলেন ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের হেড কনস্টেবল কে জয়রাজ (৪৫)। সেই সময় আচমকাই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালায় নিজের থুতনিতে। গুলির শব্দে ঘটনাস্থলে আসেন অন্যান্য জওয়ানরা। গুরুতর জখম অবস্থায় তাঁরা কে জয়রাজকে উদ্ধার করে প্রথমে নিয়ে যান হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে জওয়ানের শারীরিক অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন জওয়ান।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, জখম বিএসএফ জওয়ানের বাড়ি তামিলনাড়ুতে। অনুমান করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণেই আত্মহত্যার চেষ্টা করেছে জওয়ান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *