মেখলিগঞ্জঃ এ যেন ইটের বদলে পাটকেল। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়েছিল বিজিবি। এবার বাংলাদেশ প্রান্তে দেড়শো গজের ভেতর বিজিবির একটি সেন্ট্রি পোস্ট নির্মাণকাজ বন্ধ করে দিল বিএসএফ। তিনবিঘা করিডর চুক্তি অনুযায়ী শূন্য সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণের কথা থাকলেও মেখলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে অস্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণে বার বার বাধা দিয়ে আসছে বিজিবি। যদিও সেই বাধা উপেক্ষা করেই পাচার ও অনুপ্রবেশ রুখতে অস্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দিয়েছে গ্রামবাসীরা। বিজিবির বাধাকে ভালো চোখে নেয়নি বিএসএফ। বিএসএফের এদিনের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, শুক্রবার মেখলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে অমর ক্যাম্প সংলগ্ন এলাকায় বিজিবি একটি সেন্ট্রি পোস্ট নির্মাণের কাজ করছিল। তাও সীমানার ১৫০ গজের ভেতর। বিএসএফ তড়িঘড়ি সেই নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। বিএসএফের দাবি, কুচলিবাড়ির জিকাবাড়ি এলাকাতে দেড়শো গজের ভেতর দুটি পাকা বাড়ি নির্মাণ শুরু করেছে বাংলাদেশিরা। সেই নির্মাণও বন্ধ করে দিয়েছে তাঁরা। যদিও বিএসএফের উত্তরবঙ্গের আইজি সূর্য কান্ত শর্মার দাবি, বাংলাদেশের সঙ্গে বেড়া নির্মাণের ঝামেলার জন্য নয়। নিয়ম অনুযায়ী ১৫০ গজের ভেতরে পাকা নির্মাণ করতে পারবে না দুই দেশই। সেই নিয়ম অনুযায়ীই বিজিবির সেন্ট্রি পোস্ট ও দুটি বাড়ি নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দা অনুপ রায় নামে এক কৃষকের বক্তব্য, ‘আমরা নিয়ম অনুযায়ী কাজ করলেও বিজিবি বাধা দিচ্ছে। বিএসএফ বেশ করেছে তাদের তিনটি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। বিএসএফকে স্যালুট জানাই।’ উৎপল রায় নামে কুচলিবাড়ি সংগ্রাম কমিটির সম্পাদকের দাবি, ‘বাংলাদেশ যেভাবে পথ দেখাবে সেভাবে আমাদেরও চলতে হবে। আমরা চাই দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হোক। কিন্তু তারা চাইছে না।’