উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে গ্রেপ্তার হওয়া বিএসএফ জওয়ানকে (BSF) ফেরানো নিয়ে জটিলতা অব্যাহত। সূত্রের খবর, ওই জওয়ানকে ফেরাতে অস্বীকার করেছে পাকিস্তান। এনিয়ে গত ৮০ ঘন্টায় তিনবার ফ্ল্যাগ মিটিং (Flag assembly) হয়েছে পাকিস্তান রেঞ্জার্স (Pakistan Rangers) ও বিএসএফের। কিন্তু তাতেও কোনও ফল হয়নি। পাকিস্তান ওই জওয়ানকে ফেরানো নিয়ে ভারতের ওপর পালটা চাপ সৃষ্টি করছে বলে সূত্রের খবর।
বিএসএফ-এর ১৮২তম ব্যাটালিয়নের ওই কনস্টেবলের নাম পিকে সিং। তিনি হুগলির রিষড়ার বাসিন্দা। গত বৃহস্পতিবার ভারত-পাক সীমান্ত সংলগ্ন একটি কৃষিজমির কাছে তিনি টহলদারি চালাচ্ছিলেন। সেই সময় বিশ্রাম নিতে তিনি একটি গাছের ছায়ায় বসেছিলেন। হঠাৎই তাঁর ঘুম চলে আসে। ঘুম ভাঙতেই দেখেন তাঁকে ঘিরে রেখেছে পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা। তিনি বুঝতে পারেন ভুল করে সীমান্ত পার করে চলে এসেছেন। একটু দূরে থাকা ভারতীয় জওয়ানরা বিষয়টা বুঝতে পারলেও তাঁদের আর কিছু করার ছিল না। পাক রেঞ্জার্স ওই জওয়ানকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। ভারত জওয়ানকে ফেরাতে দ্রুত হস্তক্ষেপ করলেও পহেলগাঁও হামলার আবহে অসহযোগিতা শুরু করে পাকিস্তান। শুরু হয় অচলাবস্থা। যা এখনও পর্যন্ত জারি রয়েছে।
তবে জওয়ান বা সাধারণ নাগরিকদের অনিচ্ছাকৃতভাবে সীমানা অতিক্রম করার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু কাশ্মীরে জঙ্গি হামলার আবহে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রিষড়ায় ওই জওয়ানের পরিবারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে জওয়ানের নিরাপত্তা নিশ্চিত করা ও তাঁকে দেশে ফেরানোর আর্জি জানানো হয়েছে।