গঙ্গারামপুর : গঙ্গারামপুর থানার মল্লিকপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আহত হল এক বাংলাদেশি যুবক। সেইসঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক বিএসএফ জওয়ানও।
সূত্রের খবর, বুধবার ভোরে পাঁচ বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করে। বিএসএফ তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অনুপ্রবেশকারীরা বিএসএফের ওপর হামলা চালায়। এক জওয়ানের রাইফেল ছিনতাইয়ের চেষ্টা করে। হামলার মুখে বিএসএফ গুলি চালায়। এতে মহম্মদ আলাউদ্দিন নামে এক বাংলাদেশি তরুণ গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে এক বিএসএফ জওয়ানও গুরুতর আহত হয়েছেন। তাঁদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে।
কী উদ্দেশ্যে বাংলাদেশিরা ভারতে ঢুকেছিল সেই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে অসমর্থিত সূত্রের খবর, নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের উদ্দেশ্যে বাংলাদেশি দুষ্কৃতীরা সীমান্ত টপকে এপারে এসেছিল। ঘটনার পর সীমান্তে বিএসএফের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।