Brown Sugar seized | পুলিশের জালে দুই মাদক পাচারকারী, উদ্ধার ২০০ গ্রাম ব্রাউন সুগার

Brown Sugar seized | পুলিশের জালে দুই মাদক পাচারকারী, উদ্ধার ২০০ গ্রাম ব্রাউন সুগার

শিক্ষা
Spread the love


সোনাপুর: মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আলিপুরদুয়ার -১ ব্লকের সোনাপুর ফাঁড়ির পুলিশ। বুধবার ব্রাউন সুগার সহ দুজনকে হাতেনাতে ধরল পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে সোনাপুরের গো-হাট এলাকা দিয়ে বাইকে মাদক পাচার হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ গো-হাট এলাকায় নাকা চেকিং শুরু করে। সেই সময় একটি বাইককে আটকে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতে দুই যুবকের হেপাজত থেকে উদ্ধার হয় ২০০ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ মাদক পাচারে ব্যবহৃত বাইকটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রিপন মণ্ডল ও সঞ্জিৎ বিশ্বকর্মা। এরা দুজনেই কালচিনি ব্লকের হাসিমারা এলাকার বাসিন্দা। এই দুই পাচারকারী ব্রাউন সুগারগুলো কোচবিহার থেকে এনে জয়ঁগাতে পাচার করছিল। ধৃতদের বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালতে তোলা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *