উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সনাতন ধর্মকে অপমান করেছেন। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে এমনটাই দাবি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে ঘিরে ভিড় জমিয়েছেন বহু মানুষ। আর সেই ভিড়ের মধ্যে রয়েছেন শিব, হমুমানের সাজে সজ্জিত বেশ কিছু মানুষও। আর সেই সাজে সজ্জিত হয়েই মোদিকে প্রণাম করছেন তাঁরা, তাঁর সামনে মাথাও ঝোকাচ্ছেন। এই ভিডিওটি ঘিরেই যত বিতর্কের সূত্রপাত।
The irony is just too wealthy to not level out!
PM @narendramodi, who by no means misses an opportunity to lecture the nation on Sanatana Dharma, has allowed sacred deities to be decreased to props for political theatrics.
This isn’t devotion; it’s a blatant disrespect for our religion and traditions! pic.twitter.com/HmFgqzeiKU
— Bratya Basu (@basu_bratya) July 7, 2025
সমাজমাধ্যমে ভিডিওটি পোস্ট করে ব্রাত্য লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি সনাতন ধর্মের উপর জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ কখনও হাতছাড়া করেন না, তিনি পবিত্র দেবতাদের রাজনৈতিক নাটকের উপকরণে পরিণত করার অনুমতি দিয়েছেন। এটা ভক্তি নয়, এটা আমাদের বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতি স্পষ্ট অসম্মান।’ তাঁর বক্তব্যের মাধ্যমে ব্রাত্য কার্যত এটাই বোঝাতে চেয়েছেন যে, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন মোদি। তাঁর পোস্ট করা এই ভিডিওটি ইতিমধ্যেই বেশ বিতর্কের সৃষ্টি করেছে নেটিজেনদের মধ্যে।