Brahmapur | কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতরে বিচারাধীন বন্দীর ওপর হামলা! বাড়ানো হল নিরাপত্তা ব্যবস্থা

Brahmapur | কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতরে বিচারাধীন বন্দীর ওপর হামলা! বাড়ানো হল নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বহরমপুর: কেন্দ্রীয় সংশোধনাগারে ধুন্ধুমার কান্ড! মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে (Baharampur) অবস্থিত কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতরে বিচারাধীন বন্দিদের মধ্যে বচসা থেকে পরবর্তীতে একে অপরের ওপর একেবারে ফিল্মি কায়দায় ছুরি নিয়ে আক্রমণে রক্তারক্তি কাণ্ড। ঘটনা চাউর হতেই জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এর জেরে বাড়ানো হল কেন্দ্রীয় সংশোধনাগার চত্বরে নিরাপত্তা ব্যবস্থা।

জানা গেছে, বিচারাধীন এক আসামি অপর দুই আসামির উপর ছুরি নিয়ে হামলা চালায়। সেইমতো সংশোধনাগারের বিচারাধীন আসামি গণেশ রাজবংশী ছুরি নিয়ে অপর দু’জন বন্দির উপর হামলা চালায়। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে (Murshidabad Medical School) তাকে ভর্তি করা হয়। এই বিষয়ে সংশোধনাগার কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, ‘কীভাবে সংশোধনাগারের ভেতরে ছুরি এল তা খতিয়ে শুরু হয়েছে তদন্ত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *