হরিশ্চন্দ্রপুরঃ রাষায়নিক সার ও কিটনাশকের কালোবাজারীর অভিযোগে তিনটি গোডাউন ও একটি সার বিক্রির দোকানে তালা ঝোলাল প্রশাসন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার কোরিয়ালী এলাকায় রাজেশ্বর মোড়ে। বুধবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সারের দোকানে হানা দেয় ব্লক প্রশাসনের কর্তারা। অভিযানে নেতৃত্ব দেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস পাল, সহকারি কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য এবং হরিশ্চন্দ্রপুর ও ভালুকা ফারির পুলিশ আধিকারিকরা। এদিন প্রশাসনের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, সার ব্যবসায়ী রাশেদ আলী সারের কালোবাজারি করছেন। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে সার মজুত রাখারও অভিযোগ রয়েছে। সেই সব অভিযোগের ভিত্তিতে প্রশাসনের কর্তারা প্রথম হানা দেয় সারের দোকানে। সেখানে মজুত করা সার ও কীটনাশকের পরিমাণের গরমিল হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। তাঁরা লক্ষ্য করেন, দোকানে অবৈধভাবে মজুত করা আছে ইউরিয়া পটাশ ফসফেট সহ একাধিক সার। এরপরেই প্রশাসনের কর্তারা হানা দেন ব্যবসায়ীর তিনটি গোডাউনে। সেখানেও গরমিল ধরা পড়ে। এরপরই প্রশাসনের আধিকারিকরা রাশেদ আলীর তিনটি সারের গোডাউন এবং একটি দোকান সিল করে দেন।