BJP Uttar Kanya Abhijaan | নেতৃত্বে শুভেন্দু, উত্তাপ বাড়ছে বিজেপির উত্তরকন্যা অভিযানের, আঁটসাঁট নিরাপত্তা

BJP Uttar Kanya Abhijaan | নেতৃত্বে শুভেন্দু, উত্তাপ বাড়ছে বিজেপির উত্তরকন্যা অভিযানের, আঁটসাঁট নিরাপত্তা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার হাই ভোল্টেজ ২১ জুলাই। উত্তর দক্ষিণ মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি। দক্ষিণে যেমন রয়েছে ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ, পাশাপাশি উত্তরেও রয়েছে বিজেপির উত্তরকন্যা অভিযান। এই অভিযানে নেতৃত্ব দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি একুশে জুলাইয়ের শহিদ স্মরণ অনুষ্ঠানকে কটাক্ষ করে শুভেন্দু বলেছিলেন, ২১ জুলাই তৃণমূল ডিম ভাত খাবে, বিজেপি উত্তরকন্যা যাবে।

সোমবার, আক্ষরিক অর্থেই হাই ভোল্টেজ ২১ জুলাই। দক্ষিণে যখন তৃণমূলের শহিদ দিবস, উত্তরে তখন বিজেপির উত্তরকন্যা অভিযান। অভিযান বিজেপির যুব মোর্চার নামে হলেও নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন দলের সাংসদ-বিধায়করা। বিজেপি সূত্রে খবর, সকাল ১১ টায় মিছিল শুরু হবে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে। উত্তরকন্যাকে বাঁদিকে রেখে সোজা আড়াই কিলোমিটার পথে মিছিল শেষ হবে চুনাভাটি মোড়ে। তারপর ফুটবল গ্রাউন্ডে হবে জনসভা। উত্তরকন্যা অভিযানের জন্য তৈরি হয়েছে থিম সং। শনিবারই সেই গান রিলিজ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপির এই উত্তরকন্যা অভিযানের প্রথমে অনুমতি দেয়নি প্রশাসন। হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। পরবর্তীতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বৃহস্পতিবার সেই মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। শর্ত দিয়ে উচ্চ আদালত জানিয়ে দেয়, তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। দশ হাজার মানুষ এতে অংশগ্রহণ করতে পারবেন।

কসবার ঘটনার প্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘এই সরকারকে সরাতে গুলি খেতেও রাজি আছি। আমাদের লড়াই চলবে। ২১ জুলাই ওরা কলকাতায় ডিমভাত খাবে, আমরা উত্তরকন্যায় যাব। কর্মীদের বলছি, নিজের খরচে যাবেন, ভাল করে লড়তে হবে।’

বিজেপির উত্তরকন্যা অভিযানের নাম উল্লেখ না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের প্যারালাল অনুষ্ঠান করতে গিয়ে, তাদের অনুষ্ঠান করতে হয়। কই তাদের যখন একমাত্র অনুষ্ঠান থাকে, আমরা তো প্যারালাল অনুষ্ঠান করি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *