নিশিগঞ্জ: বুধবার বিকালে বিজেপির মণ্ডল স্তরের সাংগঠনিক বৈঠক ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়াল নিশিগঞ্জে। তৃণমূলের নেতা কর্মীরা কার্যত ঘিরে ফেলে বিজেপির নিশিগঞ্জের আমতলা সেতু সংলগ্ন দলীয় কার্যালয়টি। ফলে ভেস্তে যায় বিজেপির মাথাভাঙ্গা ৩ নম্বর মণ্ডল স্তরের বুথ সশক্তিকরণ বৈঠক। অভিযোগ, তৃণমূলের হুমকির মুখে বৈঠকে যোগ দিতে আসা বিজেপি কর্মীদের বাইক উলটিয়ে দিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়। পরে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজেপির কার্যালয়ে জমায়েত হয়ে থাকা কর্মীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে দেন। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতর।
তৃণমূলের অভিযোগ, বিজেপি অন্য বিধানসভার দলীয় কর্মীদের নিয়ে নিশিগঞ্জে বৈঠক করে এলাকায় অশান্তি সৃষ্টির চক্রান্ত করছিল। অপরদিকে বিজেপির পালটা অভিযোগ, দলীয় কার্যালয়ে এদিন দ্বিতীয় বৈঠক চলার সময় তৃণমূল কর্মীরা বিজেপির কর্মীদের সভায় আসতে বাধা দেয়। এমনকি বিজেপি অফিসে ঢোকার মুখে বেঞ্চ পেতে বসে থাকে তৃণমূল কর্মীরা। পরে পুলিশ এসে দু’পক্ষকেই সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।