সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি বিবাদের জেরে প্রতিবেশী যুবকের গুলিতে মৃত্যু বিজেপি নেতার। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হরিয়ানার সোনিপথ জেলায়। ঘটনার তদন্তে নেমে শনিবার মান্নু নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি দোকানের মধ্যে এই হত্যাকাণ্ড চালানো হয়। যার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
পুলিশের তরফে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সুরেন্দ্র জওহর। বিজেপির মণ্ডল সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। জানা যাচ্ছে, এলাকায় একটি জমি কিনেছিলেন তিনি। সেই জমিকে কেন্দ্র করে বিবাদ বাধে। এর আগে আততায়ী মন্নুন জওহরকে ওই জমিতে পা না রাখার হুঁশিয়ারি দিয়েছিল। শুক্রবার রাতে বিজেপি নেতা ওই জমিতে গেলে অভিযুক্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। ওই অবস্থায় ছুটে একটি দোকানের মধ্যে ঢোকেন জওহর। চিৎকার করে বলতে থাকেন, ‘আমায় মেরে ফেলল’। অভিযোগ ওই অবস্থায় দোকানের মধ্যে ঢুকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পর পর দুটি গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি নেতার।
An area #BJP chief was shot lifeless in #Haryana‘s #Sonipat district allegedly over a land dispute, police stated on Saturday.
The deceased has been recognized as #SurendraJawahar, president of BJP’s #Mundlana Mandal in Sonipat, officers stated.
The unknown assailant allegedly opened… pic.twitter.com/Zzm6flnhEX
— Hate Detector 🔍 (@HateDetectors) March 15, 2025
মৃতের কাকা ও প্রত্যক্ষদর্শী সুলতান সিং গোটা ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই তিন বিঘা জমি নিয়ে সমস্যা চলছিল। জমিটি জওহর মান্নুর কাকা-কাকিমার কাছ থেকে কেনেন। এই জমির জন্য অভিযুক্ত মান্নুকে ৫ লক্ষ টাকাও দিয়েছিলেন জওহর। তবে মান্নুন এই জমি জওহরকে দিতে অস্বীকার করেন। শুক্রবার জওহর এই জমিতে পা রাখলে তাঁর উপর হামলা চালান মান্নুন। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ইতিমধ্যেই অভিযুক্ত মন্নুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন