BJP | হেয়ার কালার খেয়ে আত্মহত্যা বিজেপি নেত্রীর! শোরগোল রাজ্যে

BJP | হেয়ার কালার খেয়ে আত্মহত্যা বিজেপি নেত্রীর! শোরগোল রাজ্যে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হেয়ার কালার খেয়ে মারা গেলেন এক বিজেপির (BJP panchayat pradhan died) এক পঞ্চায়েত প্রধান! পঞ্চায়েত প্রধানের নাম নবনীতা কুইলি বর্মণ। তিনি পূর্ব মেদিনীপুরের (Midnapore) ভগবানপুর-১ ব্লকের ইলাশপুরে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন বলে জানা গেছে। তাঁর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবনীতার পারিবারিক জীবনে বেশকিছু সমস্যা ছিল। বিশেষ করে স্বামীর সঙ্গে। হঠাৎ করেই গতকাল সে হেয়ার কালার খেয়ে নেন। তারপর থেকেই শুরু হয় অসুস্থতা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তমলুকের এক বেসরকারি হাসপাতালে (Hospital)। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, ‘পঞ্চায়েত প্রধান হিসেবে নবনীতা গত দু’বছরে খুব ভাল কাজ করেছেন। কিন্তু ঠিক কী কারণে তাঁর মৃত্যু, সে বিষয়ে আমরা সম্পূর্ণ অন্ধকারে।’ অন্যদিকে, বিজেপি নেত্রীর মৃত্যু আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে রহস্য ঘনাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *