বালুরঘাট: বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি পদে যোগ দিতে না দিতেই, বিতর্ক শুরু হয়ে গেল শমীক ভট্টাচার্যকে নিয়ে। নতুন সভাপতির বিরুদ্ধে নানা চারিত্রিক ত্রুটির অভিযোগ তুলে সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের ছয় হাজার বিজেপি (Bjp) কর্মী গণইস্তফা দেবার সিদ্ধান্ত নিয়েছেন। খোদ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরীর প্যাডে বিজেপির রাজ্য সভাপতি বদলের কথা উল্লেখ করে দলের সর্বভারতীয় সভাপতিকে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরে দক্ষিণ দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী চিঠিটিকে ফেক বলে জানিয়ে পাল্টা ফেসবুকে পোস্ট করেছেন। তিনি জানান, সুকান্ত মজুমদারকে দুর্নাম করতে এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ক্ষতি করতেই ভুয়ো চিঠি স্যোশাল মিডিয়ায় দেওয়া হয়েছে।
চিঠিতে দেখা গিয়েছে জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর প্যাড, মেইল অ্যাড্রেসও তারই রয়েছে। অথচ, সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মনের। স্বরূপ চৌধুরী জানান, প্যাড এবং স্বাক্ষর দুটোই জাল করা হয়েছে। এর পেছনে বিরোধীদের চক্রান্ত দেখতে পাচ্ছেন স্বরূপ বাবু। এ নিয়ে বালুঘাট থানাতে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি। যদিও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘বিজেপি একটি জাতীয় দল। ওরা এই রাজ্যে বিরোধী দল। ওদের সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে সভাপতি কে হবেন বা কেন হবেন, তা ওরাই বলতে পারবে। এতে আমাদের কিছু বলার নেই।’