উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবার আইন কলেজেই আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ আরও তীব্র করতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (Bjp)। আজ কলকাতায় ‘কন্যা সুরক্ষা যাত্রা’ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিলে অংশ নেন বিজেপি নেতা-কর্মীরা। কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী বলেন, ‘আর বাড়িতে বসে থাকলে হবে না। পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি, আরজি কর এবং কসবার ঘটনায় কন্যা সুরক্ষা যাত্রা চলবে।’
আগামী ২ জুলাই কসবা থানা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। সেই কর্মসূচিতে থাকার কথা রয়েছে শুভেন্দুরও। গড়িয়াহাটে একটি ম্যাটাডোরে উঠে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু ঘোষণা করেন, ‘আগামী ২ জুলাই কসবা থানা অভিযানের ডাক দিচ্ছি বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। যদি পুলিশ অনুমতি না দেয়, আমরা হাইকোর্টে যাব। কন্যা সুরক্ষা যাত্রা আদালতের অনুমতি নিয়েই হবে।’
এদিন শুভেন্দু একযোগে তৃণমূল ও রাজ্য সরকারকে আক্রমণ করেন। বলেন, ‘কলকাতা পুলিশ ধর্ষকদের রক্ষাকর্তা। ছাত্রীর মা-বাবাকে কোথায় লুকিয়ে রেখেছেন কলকাতার পুলিশ কমিশনার?’ একই সঙ্গে শুভেন্দু বলেন, ‘আমরা অভয়ার পরিবারকে অনুরোধ করব ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিতে। দলমত নির্বিশেষে সকলকে এই অভিযানে যোগ দিতে বলব।’ পাশাপাশি ‘কন্যা সুরক্ষা যাত্রা’ সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান বিরোধী দলনেতা। তার কথায়, ‘পরবর্তী এক সপ্তাহ ধরে এই ‘কন্যা সুরক্ষা যাত্রা’ চলবে রাজ্যজুড়ে। কন্যাদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজ্য সরকারকে ঘুমোতে দেব না।’