শিলিগুড়ি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড়সর সাংগঠনিক রদবদল হল বিজেপিতে (Bjp)। এক ধাক্কায় রাজ্যজুড়ে ২৫ টি জেলায় সভাপতি বদল করা হল। এর মধ্যে বেশ কয়েকটি সাংগঠনিক জেলাও রয়েছে। তালিকায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ৬ জেলা রয়েছে।
কোচবিহারে দলের সভাপতি হয়েছেন অভিজিৎ বর্মন, জলপাইগুড়িতে শ্যামল রায়কে সভাপতির পদে বসানো হয়েছে। শিলিগুড়ি সাংগঠনিক জেলায় অবশ্য কোনও রদবদল হয়নি। এখানে অরুণ মণ্ডলকেই সভাপতি পদে রাখা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে সভাপতি হলেন স্বরূপ চৌধুরি।
উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রতাপ সিংকে আর দক্ষিণ মালদায় সভাপতি হয়েছেন অজয় গাঙ্গুলি। শুক্রবার দলের অন্যতম সাধারণ সম্পাদক তথা বিধায়ক দীপক বর্মন এই তালিকা জারি করেছেন। প্রত্যেককেই বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে নিয়ে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে।