বাগডোগরা: উত্তরবঙ্গে পা রাখলেন নব নির্বাচিত রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya BJP president)। সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন শমীক। তাঁকে স্বাগত জানাতে দার্জিলিং জেলার (Darjeeling) বিজেপি বিধায়কদের (BJP MLAs) পাশাপাশি বিমানবন্দরে হাজির হয়েছিলেন অগণিত কর্মী-সমর্থকেরা। বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে মালা পরিয়ে, পুস্পস্তবক দিয়ে রাজ্য বিজেপিকে স্বাগত জানায় দার্জিলিং জেলা বিজেপি। বিমানবন্দর চত্বরে বিজেপি কর্মী এবং সাধারণ মানুষের ভিড় সামাল দিয়ে কার্যত হিমসিম খেতে হয় পুলিশকে।
রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে (North Bengal) এসেই রাজ্যের শাসক দলকে ধুয়ে দিলেন শমীক। তাঁর কথায়, ‘উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছেন। এবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলে তৃণমূলকে বিসর্জন দিয়ে দেবে। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বলে যারা দিনের পর দিন চোখের জল ফেলেছেন, তাঁরা কার্যত উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন।’
এরপর উত্তরকন্যার (Uttar Kanya) প্রসঙ্গ টেনে রাজ্য বিজেপি সভাপতি আরও বলেন, ‘উত্তরকন্যা শুধু তৈরিই হয়েছে। সেখানে জল পর্যন্ত গরম করা হয় না। কোনও কাজ হয় না। আগামী ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের মধ্যে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Chief Shuvendu Adhikari) উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা, প্রতারণার জবাব চাইবেন।’