নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। এদিন প্রবল বৃষ্টির মধ্যে অনুশীলন করালেন তিনি। কলকাতা লিগে ইস্টবেঙ্গল অনুশীলন করছিল হাওড়া স্টেডিয়ামে। বুধবার থেকে যুবভারতীতে অনুশীলন করা শুরু করল। অনুশীলনের শুরুতে ফুটবলারদের সঙ্গে কথা বলেন বিনো। পরে কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।এদিন অনুশীলনে সাইড লাইনে ছিলেন জেসিন টিকে ও বিক্রম প্রধান। তাঁরা এখনও ম্যাচ ফিট নন। এদিকে, বসনিয়ার স্ট্রাইকার মেসানোভিচের সঙ্গেও কথা বলছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।