Bimal Gurung | পাহাড়ে এসআই হত্যাকাণ্ড, জামিন পেলেন মূল অভিযুক্ত বিমল গুরুং  

Bimal Gurung | পাহাড়ে এসআই হত্যাকাণ্ড, জামিন পেলেন মূল অভিযুক্ত বিমল গুরুং  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং-এর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ২০১৭ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের দরুন উপপ্ত হয়ে উঠেছিল পাহাড়। সেইসময় মোর্চা সমর্থকদের চানানো গুলিতে নিহত হয়েছিলেন দার্জিলিং সদর থানার এসআই অমিতাভ মালিক। এই মামলায় মূল অভিযুক্ত ছিলেন বিমল। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ এই মামলায় বিমলের জামিন মঞ্জুর করে।

উল্লেখ্য, ২০১৭ সালে পাহাড়ে অশান্তি চলাকালীন মোর্চা প্রধান বিমল গুরুং-এর খোঁজেই ১৩ অক্টোবর দার্জিলিংয়ের শিরুবাড়ির জঙ্গলে অভিযান চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এসআই অমিতাভ মালিকের। ঘটনায় মুল অভিযুক্ত ছিলেন বিমল গুরুং। পড়ে ঘটনাটির তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে।

এই প্রসঙ্গে সরকারি আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী জানান, গুরুংয়ের বিরুদ্ধে কিছু পুলিশ মামলা এখনও বিচারাধীন রয়েছে এবং কিছু মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। তিনি বলেন, “এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। জামিন মঞ্জুর করা হলেও শুনানি চলবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *