উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : চাকরিহারা শিক্ষকদের একাংশের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। টানা অবস্থানের পর বৃহস্পতিবার দুপুরে সাত দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। চাকরিহারাদের সঙ্গে এদিন পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। একসময় মেন গেট ভেঙে বিকাশ ভবনের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। মূলভবনের শাটার নামিয়ে তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ।
এদিন ঘটনাস্থলে তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে দেখে বিক্ষোভকারীরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। এমনকি তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরিহারারা। পরে পুলিশ সব্যসাচীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। চাকরিহারাদের দাবি, যোগ্যদের চাকরি ফেরাতে হবে। কোনও পরীক্ষা নয়, সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে।
এদিন বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যরা। সেই মতো শয়ে শয়ে চাকরিহারা বিকাশ ভবনের সামনে জড়ো হতে থাকেন। বাড়তে থাকে উত্তেজনা। এক পর্যায়ে মূল গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এখবর লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।