উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিহারে ভোটার তালিকায় নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের বহু নাগরিকের নাম রয়েছে। নথি যাচাইয়ে এমনই তথ্য উঠে এসেছে। নাগরিকত্ব যাচাইয়ের জন্য ২৫ জুন ভোটার তালিকা সংশোধন শুরু হয়েছে বিহারে। ৭.৮ কোটি ভোটার নথি খতিয়ে দেখছেন ৭৭ হাজারের বেশি বুথ লেভেল অফিসার (বিএলও), সরকারি কর্মী।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হবে। কোথাও অসঙ্গতি চোখে পড়লেই ভোটারদের নাগরিকত্ব প্রমাণকারী নথি সরবরাহ করতে বলা হচ্ছে। দেখা হচ্ছে আধার, ভোটার, রেশন কার্ড।
এদিকে, ভোটার তালিকা সংশোধনের জন্য নথি যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে, নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের বহু নাগরিক বিহারে বহাল তবিয়তে বসবাস করছেন। যথাযথ তদন্তের পর এদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে।
এনিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য আরজেডি, কংগ্রেস, বামেদের তোপ দেগেছেন। তাঁর অভিযোগ, বিরোধীরা তাদের ভোট ব্যাংক তৈরির জন্য বিদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।
প্রসঙ্গত, ২৪ জুন নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন বিহার সরকারকে জানিয়েছে, ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম মুছে ফেলতে হবে। তালিকায় যাতে শুধু ভারতীয় নাগরিকদের নামই থাকে, তা সরকারকে নিশ্চিত করতে হবে। সেই মোতাবেক বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজ চলছে।
কমিশন জানিয়েছে, বিহারের পর শীঘ্রই পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাডু এবং পুদুচেরিতে এই প্রক্রিয়া শুরু হবে। কারণ ২০২৬-এর মার্চ অথবা এপ্রিলের মধ্যে ওই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে।