Bihar | পলাতক দুষ্কৃতীর গ্রেপ্তারিতে বাধা! গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ আধিকারিক

Bihar | পলাতক দুষ্কৃতীর গ্রেপ্তারিতে বাধা! গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ আধিকারিক

খেলাধুলা/SPORTS
Spread the love


কিশনগঞ্জ: পলাতক দুষ্কৃতীকে গ্রেপ্তার অভিযানে নেমে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়াল পুলিশ। এই সংঘর্ষের জেরে নিহত হয়েছেন এক পুলিশ আধিকারিক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) আরারিয়া জেলার ফুলকাহা বাজারে। নিহত পুলিশ আধিকারিক রাজীব রঞ্জন কুমার ফুলকাহা থানায় এএসআই (ASI) পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে খবর, আনমোল যাদব নামে এক পলাতক দুষ্কৃতীকে ধরতে খৈরাচন্দা গ্রামে অভিযানে চালায় পুলিশ। বুধবার রাতে ওই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে পলাতক আনমোলের আসার কথা রয়েছে বলে পুলিশ তা গোপন সূত্রে জানতে পারে। অভিযানে নেমে পুলিশ আনমোলকে গ্রেপ্তার করলেও গ্রামবাসী পুলিশকে বাধা দেয়। এরপরই পুলিশের সঙ্গে গ্রামবাসীর বিবাদ ও ধাক্কাধাক্কি শুরু হয়। এরপরই লাঠি, ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় গ্রামবাসী। এই ঘটনায় এএসআই রাজীব রঞ্জন কুমার গুরুতর আহত হন। এরপরই তড়িঘড়ি করে চিকিৎসার জন্য তাঁকে ফরবেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার সকালে তাঁর দেহ মুঙ্গেরের গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তাঁর আগে আরারিয়া পুলিশ লাইনের সহকর্মীরা তাঁকে ‘গার্ড অফ অনার’ প্রদান করে।

এদিকে, এই ঘটনার পরই ফরবেশগঞ্জে থানায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত আনমোল পুলিশের হেপাজতেই রয়েছে। আরারিয়ার পুলিশ সুপার অঞ্জনী কুমার বলেন, ‘পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারির জন্য চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *