উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছরই বিধানসভা নির্বাচন বিহারে (Bihar)। তার আগে রাজধানী পাটনায় (Patna) এক বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। শুক্রবার রাতে নিজের বাড়ির সামনে খুন করা হল ওই ব্যবসায়ীকে। নিহত ব্যক্তির নাম গোপাল খেমকা।
গতকাল রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই বিজেপি (BJP) নেতা। অভিযোগ, বাড়ির খুব কাছাকাছি আসতেই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কত রাউন্ড গুলি চালানো হয়েছে, তা স্পষ্ট নয়। গুলি করে আততায়ী সেখান থেকে পালিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়েন গোপাল। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীর খোঁজ চলছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এমনটা করল, বা এর পেছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কয়েক বছর আগে গোপালের পুত্র গুঞ্জন খেমকাকেও খুন করা হয়েছিল বলে জানা যায়। এদিকে সামনেই বিধানসভা নির্বাচন (Meeting Election) বিহারে। তার আগে এমন ঘটনায় রাজনীতির পারদ চড়তে শুরু করেছে।