কিশনগঞ্জ : ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধর পড়লেন এক আমিন। কিশনগঞ্জের ঘটনা।ধৃতের নাম নিরঞ্জন কুমার। তিনি মহানন্দা বেসিন প্রকল্পের সার্ভে বিভাগের অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার সকালে এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন রাজ্যের ভিজিলেন্স শাখার আধিকারিকরা।
স্থানীয় সূত্রের খবর, মহানন্দা নদীর বাঁধ নির্মাণের জন্য মহম্মদ জামিল আখতার নামে এক ব্যক্তির জমি অধিগ্রহণ করেছে জেলা প্রশাসন। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা ঘুষ চান নিরঞ্জন। এই মর্মে জামিল ভিজিলেন্স শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর পাশাপাশি আরও অনেকে একই অভিযোগ জানান ভিজিলেন্সে।
এরপর তদন্ত শুরু হয়। এদিন সকালে ঘুষ নেওয়ার সময় জেলা সদরের বাসস্ট্যান্ডের পাশে একটি ঘর থেকে হাতেনাতে ধরা হয় নিরঞ্জনকে। ভিজিলেন্সের ডিএসপি সঞ্জয় কুমার ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।