উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাহুল গান্ধির ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচির আবহে নতুন বিতর্ক তৈরি হল বিহারে। বিজেপির অভিযোগ, কংগ্রেসের নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর মায়ের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।
দ্বারভাঙ্গা জেলার এই ঘটনার একটি ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) দেখা যাচ্ছে, কংগ্রেস কর্মীরা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করছেন। মঞ্চটিতে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ও তেজস্বী যাদবের পোস্টার লাগানো ছিল। যদিও ঘটনাটির সময়, মঞ্চে কংগ্রেসের দলীয় নেতৃত্বরা কেউ উপস্থিত ছিলেন না বলেই জানা গিয়েছে। ওই মঞ্চ থেকে দলীয় কর্মীদের স্থানীয় কংগ্রেস নেতা নৌসাদের নামে জয়ধ্বনি দিতেও শোনা যায়।
যদিও এই প্রসঙ্গে নৌসাদকে প্রশ্ন করা হলে তিনি জানান যে, ঘটনার ১৫-২০ মিনিট আগেই তিনি সেখান থেকে মুজাফফরপুরে রাহুল গান্ধির র্যালীতে যোগ দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি এর আগে দুবার নির্বাচনি লড়াইয়ে অংশ নিয়েছি। ২০ বছর ধরে আমি এই পার্টির একজন কর্মী হিসাবে দায়িত্ব পালন করছি। আমরা এমন ঘটনা কখনই ঘটাতে পারি না। তবুও আমি ক্ষমা চাইছি, কারণ অনুষ্ঠানটি আমরাই আয়োজন করেছিলাম।’
তবে এই ঘটনায় কংগ্রেস তথা রাহুল গান্ধিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দল। এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র নীরজ কুমার (Neeraj Kumar) বলেন “রাহুল গান্ধি, আপনি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে যে ধরণের ভাষা ব্যবহার করছেন এবং মঞ্চ থেকে অন্যদের দিয়ে তা ব্যবহার করাচ্ছেন তা একেবারেই অসহনীয়। এর জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বিহারের মানুষ আপনাকে কখনই ক্ষমা করবে না।’