নয়াদিল্লি: ২০২২ নভেম্বর। ভারতীয় দলের জার্সি শেষবার গায়ে চাপিয়েছিলেন। তারপর প্রায় তিন বছর পার হতে চলেছে। যদিও টিম ইন্ডিয়ার দরজা আর খোলেনি তাঁর জন্য। ফলস্বরূপ ২১টি টেস্ট, ১২১টি ওডিআই এবং ৮৭টি টি২০ ম্যাচের পরিসংখ্যানেই আটকে ভুবনেশ্বর কুমারের আন্তর্জাতিক কেরিয়ার।
হতাশ হলেও ভেঙে পড়তে নারাজ ভারতীয় ক্রিকেটে বর্তমান প্রজন্মের অন্যতম সুইং বোলার। নিজের সেই সুইং অস্ত্রে ধার বাড়িয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনই পাখির চোখ। ভুবির দাবি, নিজের কাজটা করে যেতে চান। বাকিটা নির্বাচকদের ওপর।
নিজের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে বল ঠেললেন অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কোর্টে। ভুবনেশ্বর কুমার বলেছেন, ‘উত্তরটা নির্বাচকরাই দিতে পারবেন। আমার কাজ হল মাঠে নেমে একশো ভাগ দেওয়া। সেই চেষ্টাই করি সবসময়। উত্তরপ্রদেশ লিগের পর যদি রাজ্যের সিনিয়ার দলের হয়ে মুস্তাক আলি, রনজি কিংবা অন্যান্য ওডিআই টুর্নামেন্টে সুযোগ পেলে, লক্ষ্য থাকবে সেরাটা দেওয়ার।’
ফিটনেসে জোর দিচ্ছেন ভুবনেশ্বর। বলছিলেন, ‘নিয়ন্ত্রিত বোলিং আমার অস্ত্র। ফিটনেসের পাশাপাশি লাইন-লেংথে জোর দিচ্ছি। অনেক সময় চেষ্টার যথার্থ প্রতিফলন ঘটে না পরিসংখ্যানে। ভাগ্য সঙ্গ দেয় না। তবে হাতে বল মানে, নিজেকে উজাড় করে দিতে হবে। সেই প্রয়াসে কোনও ফাঁকফোকর রাখতে চাই না।’
ভুবনেশ্বরের বিশ্বাস, ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে নির্বাচকদের পক্ষেও তাঁকে অবহেলা করা মুশকিল। একজন ক্রিকেটার হিসেবে তিনি শুধু ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করতে পারেন মাত্র। নির্বাচনের বিষয়টি ঠিক করবেন নির্বাচকরাই। সঙ্গে আত্মবিশ্বাস ভরা প্রশ্ন, কে বলতে পারে টানা পারফরমেন্স দেখাতে পারলে, আবার জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাবেন না?