বহরমপুর: পরকীয়ার সম্পর্কে ‘কাঁটা’ হয়ে দাঁড়ানোয় শেষ পর্যন্ত বলি হতে হল এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার অন্তর্গত হরিহরপাড়া লাগোয়া এলাকার। মৃত মাস চারেকের অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম সীমা মন্ডল। এমন নৃশংস ঘটনায় রীতিমতো স্তম্ভিত গোটা এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে বহরমপুরের বাসিন্দা সীমার সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় নিত্যানন্দ মন্ডলের। তাঁদের বর্তমানে একটি বছর তিনেকের কন্যা সন্তানও রয়েছে। পাশাপাশি ওই মহিলা অন্তঃসত্ত্বাও ছিলেন। অভিযোগ, নিহত মহিলার স্বামীর সঙ্গে তাঁর বৌদির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় নিত্যানন্দের অন্তঃসত্ত্বা স্ত্রী। সীমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে স্বামী ও তাঁর সঙ্গিনী ওই মহিলা। এরপরই এদিন কোনওভাবে সীমার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই চরম যন্ত্রণায় কাতরাতে শুরু করে সীমা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্ত গুণধর স্বামী ও তার সঙ্গিনী এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে মৃতার শ্বশুর ও শাশুড়িকে।