Berhampore | বহরমপুরকে অপরাধমুক্ত করতে বিশেষ বার্তা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের! কী বললেন সাংসদ?

Berhampore | বহরমপুরকে অপরাধমুক্ত করতে বিশেষ বার্তা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের! কী বললেন সাংসদ?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বহরমপুর: সামনেই বিধানসভা নির্বাচন (Meeting Election 2025)। তার আগে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরকে (Berhampore) অপরাধমুক্ত করতে ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অধীরের খাসতালুক থেকে বিশেষ বার্তা দিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)।

ইউসুফ পাঠান বলেন, ‘বহরমপুরের মানুষ আমার কাছে খুবই প্রিয়। আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন।  আমি কৃতজ্ঞ। তাই এই শহরকে সুস্থ ও পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও আমার। সকলে মিলে বহরমপুরকে এক নতুন শিখরে নিয়ে যেতে হবে। পাশাপাশি মহিলা ও শিশুদের অপর ঘটতে থাকা অপরাধমূলক ঘটনা রুখতে পুলিশ কর্তাদের সতর্ক থাকতে হবে। শহরের বুকে অপরাধ যাতে একেবারে কমানো যায়, সেইজন্য জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা প্রশাসনকে বলেছি। যাতে যেখানেই অপরাধ হোক না কেন দোষীদের ছাড়া না হয়।’

এদিন ইউসুফ পাঠান সঙ্গে মুর্শিদাবাদ (Murshidabda) সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় সহ কাউন্সিলর ও পৌরসভার কর্মী আধিকারিক সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *