Bengaluru | ভরা মঞ্চে চড় মারতে উদ্যত মুখ্যমন্ত্রী! অপমানে ইস্তফা পুলিশকর্তার

Bengaluru | ভরা মঞ্চে চড় মারতে উদ্যত মুখ্যমন্ত্রী! অপমানে ইস্তফা পুলিশকর্তার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  চলতি বছর এপ্রিল মাসে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় একটি ভিডিও। সেই ভিডিও দেখা যায়, মঞ্চে উপস্থিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। চারপাশে নিরাপত্তার বেষ্টনী। সেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ধাওয়ার জেলার এএসপি বারামনি। কংগ্রেসের অনুষ্ঠান চলাকালীন, বিজেপির মহিলা কর্মীদের মঞ্চের খুব কাছে বিক্ষোভ করতে দেখা যায়। যা দেখে খুব্ধ হন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এএসপিকে ডাকেন এবং তাঁকে চড় মারতে উদ্যত হন। সঙ্গে প্রশ্ন করেন, ‘তুমি, যেই হও না কেন, এখানে এসো, তুমি কী করছিলে?’ গোটা ঘটনায় অপমানিত বোধ করে এএসপি স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। ধারওয়াড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণ বারামনির এমন সিদ্ধান্তে সামনে এল বোলপুর থানার আইসি লিটন হালদারের প্রসঙ্গ। একজন তৃণমূল নেতা কদর্য ভাষায় তাঁকে আক্রমণ করলেন, অথচ তিনি নীরব শ্রোতা হয়েই রয়ে গেলেন! কেন? প্রশ্ন ওয়াকিবহালমহলের।

 

বিস্তারিত আসছে……………………

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *