উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘কোনও ধরনের নীতিপুলিশি সহ্য করা হবে না।’ মন্তব্যটি করেছেন কর্নাটক রাজ্যের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে। কিন্তু তাঁর এমন মন্তব্যের পেছনে কী কারণ রয়েছে? বৃহস্পতিবার বেঙ্গালুরুতে একটি পার্কের বাইরে বসে থাকা যুগলকে হেনস্থা করার অভিযোগ ওঠে একদল যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার প্রেক্ষিতেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
সুত্রের খবর, এদিন বেঙ্গালুরুর একটি পার্কের বাইরে বসে গল্প করছিলেন দুই তরুণ তরুণী। অভিযোগ, সেইসময় আচমকাই কয়েকজন যুবক সেখানে এসে ওই তরুণ তরুণীকে ঘিরে ধরে ধমকাতে থাকেন। তাঁরা কোথায় থাকেন, কী করেন সহ তাঁদের পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে তাঁরা। সঙ্গে অব্যাহত থাকে হুমকি দেওয়া। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে(ভিডিওটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। ঘটনার পরে এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিজের ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে বলেন, ‘এটা বিহার, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়। কর্নাটক উন্নয়নশীল রাজ্য। এখানে কোনও ধরনের নীতিপুলিশি সহ্য করা হবে না।’
এই প্রসঙ্গে বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার জানান, পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন কিশোরও রয়েছে বলে জানা গিয়েছে।
The publish Bengaluru | ‘নীতিপুলিশি বরদাস্ত নয়’,বেঙ্গালুরুতে যুগলকে হেনস্থা কাণ্ডে মন্ত্রীর হুঁশিয়ারি,ধৃত ৫ appeared first on Uttarbanga Sambad.