উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জঙ্গি সংগঠন আল কায়দার (Al-Qaeda) সঙ্গে যোগ থাকা অভিযোগ। বেঙ্গালুরুর (Bengaluru) বছর ৩০-এর এক যুবতীকে গ্রেপ্তার করল গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) (ATS)। ধৃতের নাম সামা পারভিন। সে ঝাড়খণ্ডের বাসিন্দা। বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া নিয়ে থাকত সে।
ওই মহিলা মৌলবাদী এবং অনলাইনে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ। যুবতীর মোবাইলে পাকিস্তানের বেশকিছু পদস্থ আধিকারিকের নম্বর পাওয়া গিয়েছে। তাঁদের সঙ্গে সে নিয়মিত যোগাযোগ রাখত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সামা একটি সংস্থায় চাকরি করত। আপাতত বেকার ছিল সে। তদন্তকারীদের দাবি, বেশ কয়েকজন ‘বড় মাপের মৌলবাদীর’ সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সামার। গত কয়েকদিনে জঙ্গি সন্দেহে পঞ্চম অভিযুক্তকে গ্রেপ্তার করল এটিএস।
সামার আগে আরও চার জনকে গ্রেপ্তার করেছে গুজরাট এটিএস। তাঁদের বিরুদ্ধেও আল কায়দা যোগের অভিযোগ পাওয়া গিয়েছে। ধৃতদের মধ্যে দিল্লি, আহমেদাবাদ ও নয়ডার বাসিন্দা রয়েছে। এটিএসের দাবি, ধৃতরা মিলে জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক বাড়ানোর কাজ করত। সেই সঙ্গে বেনামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচারমূলক ভিডিও পোস্ট করত।