Bengali Cinema | হায়দরাবাদ, মুম্বই ঘুরে বাংলা ছবিতে কোচবিহারের মেয়ে 

Bengali Cinema | হায়দরাবাদ, মুম্বই ঘুরে বাংলা ছবিতে কোচবিহারের মেয়ে 

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


অনিমেষ দত্ত, শিলিগুড়ি: ভারতে সিনেমার স্রোত এখন দক্ষিণমুখী। একের পর এক প্যান-ইন্ডিয়ান ছবি সুপারহিট। দক্ষিণী স্রোতে ভাসার চেষ্টা করছে বলিউডও। বাংলা ইন্ডাস্ট্রির গণ্যমান্যরাও ঘনঘন পাড়ি দিচ্ছেন হায়দরাবাদে। কিন্তু এই আবহে যদি কেউ স্রোতের উলটোদিকে সাঁতরান? সেই চ্যালেঞ্জটাই এবার নিয়েছেন কোচবিহারের (Cooch Behar) দক্ষিণ খাগরাবাড়ির মেয়ে সুরাইয়া পারভিন।

বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে অভিনয়। কাজ করেছেন বলিউডেও। কিন্তু তাঁর শিকড় তো বাংলায়। আর সেই শিকড়ের টানে ‘ট্রামলাইন আঁকড়ে’ ধরতে ফিরে এসেছেন নিজভূমে। তথাগত মুখোপাধ্যায়ের ‘রাস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বাংলা ছবিতে (Bengali Cinema) আত্মপ্রকাশ ঘটতে চলেছে শিলিগুড়ির সূর্য সেন কলেজের প্রাক্তনী সুরাইয়ার।

দক্ষিণী সিনেমার রমরমা বাজার ছেড়ে বাংলায় কেন? সুরাইয়া বললেন, ‘আমি যখন প্রথম বাংলা ইন্ডাস্ট্রিতে আসি, তখন সবাই আমাকে এই প্রশ্নটাই করত। তাঁরা যেন এটা শুনে শকড! এখনও আমাকে এই কথা শুনতে হয়। তবে আমার কাছে গুরুত্বপূর্ণ হল নিজের ভাষা। সেই ভাষার টানেই আমি এখানে।’

কোচবিহারে মঞ্চে অভিনয়। সেই শুরু। তারপর বাংলা সাহিত্য নিয়ে শিলিগুড়িতে পড়াশোনা। এরপর কর্মসূত্রে চলে যান কার্সিয়াংয়ের বিখ্যাত ডাউহিল স্কুলে। কিন্তু মন ছিল সিনেমায়। তাই একদিন পাড়ি দেন হায়দরাবাদে। সুযোগটাও হঠাৎ এসে গিয়েছিল। তারপর একের পর এক তেলুগু ছবিতে অভিনয়।

জওয়ান-খ্যাত নয়নতারা এবং সম্প্রতি দুবাইতে অটোড্রোম রেসে তৃতীয় স্থানাধিকারী অভিনেতা অজিতের ছবিতে জুনিয়ার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন সুরাইয়া। ২০২৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি ছবি। বিহারের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হরর-থ্রিলার ঘরানার ছবি জঙ্গলমহল। আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই বঙ্গতনয়াকে। ধীরে ধীরে সাফল্য আসছিল। কিন্তু তাঁর মন বরাবর পড়ে থাকত নিজভূমি বাংলায়। আর তাই ২০২৩ সালের শেষের দিকে চলে আসেন কলকাতায়।

কলকাতায় এসেই দেব অভিনীত টেক্কা, ফেলুদা সিরিজের ভূস্বর্গ ভয়ংকর এবং আগামী ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলা সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে সৃজিত মুখোপাধ্যায়কে অ্যাসিস্ট করে ফেলেছেন সুরাইয়া। বলছিলেন, ‘সৃজিত দা’র সঙ্গে সেটে কাজ করার অভিজ্ঞতাটা একেবারে আলাদা। কত কিছু শিখেছি তাঁর থেকে।’
সৃজিতকে অ্যাসিস্ট করতে করতেই হঠাৎ তথাগত’র রাস ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ চলে আসে। আর এর মাধ্যমেই সুরাইয়ার বাংলায় কাজ করার স্বপ্নটা পূরণ হতে চলেছে এবার। তিনি জানালেন, ছবির শুটিং প্রায় শেষ। ছবিটি চলতি বছর জুন-জুলাই নাগাদ মুক্তি পাবে।

রাস ছবিতে দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, অর্ণ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন ভাগ করে নিতে পেরে আপ্লুত সুরাইয়া। এই শিক্ষকের কথায়, ‘এই মুহূর্তে আমি ঠিক কতটা উচ্ছ্বসিত তা বলে বোঝাতে পারব না।’ তেলুগু কিংবা হিন্দি ছবিতে আর কাজ করবেন না? ‘অবশ্যই করব। কিন্তু বাংলা ছবি এখন থেকে আমার কাছে অগ্রাধিকার পাবে।’ রাসের পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ‘ভোগ’-এও অভিনয় করছেন কোচবিহারের মেয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *