তমালিকা দে, শিলিগুড়ি: গরম পড়তেই বেঙ্গল সাফারিতে (Bengal Safari) বদল এল পশুপাখিদের খাদ্য তালিকায়। গরমের মধ্যেও যাতে সাফারিতে থাকা পশুপাখিরা সুস্থ থাকে, সে জন্য খাদ্য তালিকায় যুক্ত করা হয়েছে তরমুজ, আপেল, কলা। এর পাশাপাশি ইলেক্ট্রোলাইট সলিউশন যুক্ত করা হয়েছে। এছাড়া প্রাণীদের শরীর যাতে খারাপ না হয়, সেইজন্য নিয়মিত নজরদারি চালাচ্ছেন কর্মীরা। ইতিমধ্যে পশুপাখিদের খাদ্য তালিকায় পরিবর্তন নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনাও করা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বেঙ্গল সাফারির সহকারী ডিরেক্টর অভিষেক চৌধুরী।
গরমে শুধু মানুষই নয়, পশুপাখিদেরও হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। এই সময়ে বেঙ্গল সাফারির পশুপাখিদের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য এনক্লোজারের ভেতরে স্নানের জায়গা করা দেওয়া হয়। দেওয়া হয় বরফের টুকরোও। পাশাপাশি বিশেষ নজরদারিও রাখা হয়। সম্প্রতি বেঙ্গল সাফারি পরিদর্শনে এসেছিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনিও পশুপাখিদের উপর নজরদারি রাখার কথা অধিকর্তাদের জানিয়েছেন। সাফারি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তৃণভোজী পশু ও পাখিদের খাদ্য তালিকায় রসালো ফল, জলের পাশাপাশি ওআরএস যুক্ত হয়েছে। আর গরমের সময়ে মাংসাশী পশুদের খাদ্য তালিকা থেকে মাংসের পরিমাণ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। তাপমাত্রার পারদ আরও চড়লে কুলার বসানো হবে বলে জানানো হয়েছে। অভিষেকের কথায়, ‘পশুপাখিদের দিকে নজর দিয়েই তাদের খাবারের মেনুতে পরিবর্তন আনা হয়েছে। সারাদিনই পশুপাখিদের উপর নজর চলছে।’
এপ্রিল মাসের শুরুতেই তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেড়ে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা যে আরও বাড়বে, সেই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। গরম বাড়লে পশুপাখিদেরও ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য যে পশুপাখিদের বাড়তি দেখভালের প্রয়োজন রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। পশুপাখিদের খাদ্য তালিকায় পরিবর্তনের বিষয়টি পুরোটাই বেঙ্গল সাফারির চিকিৎসকদের পরামর্শ নিয়ে করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।