বেলাকোবা: আগে আয়ুষকেন্দ্র থাকলেও তা তুলনায় ছোটো। এবার সরাসরি স্বাস্থ্যভবনের সিদ্ধান্তে জলপাইগুড়ির (Jalpaiguri) সদর ব্লক পেতে চলেছে আয়ুষ স্বাস্থ্যকেন্দ্র। শনিবার বেলাকোবা গ্রামীণ হাসপাতালে (Belakoba Rural Hospital) ভিত্তিপ্রস্তর স্থাপন করায় বেজায় খুশি স্থানীয় বাসিন্দারা।
বেলাকোবা গ্রামীণ হাসপাতালে একটি আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তবে তুলনায় অনেক ছোটো। ফলে ব্যায়াম বা যোগাভ্যাসের সময় অনেক রোগীর সমস্যা হয়। তাদের কথা চিন্তা করেই এই আয়ুষ কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে।নির্মাণের বরাত পাওয়া এজেন্সি সুনীল বর্মন বলেন, ‘১২০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সূচির মধ্যেই কাজটি সম্পন্ন করার চেষ্টা করা হবে।’
স্থানীয়রা বলেন, ‘উদ্যোগটি যথেষ্ট ভালো। তবে দ্রুত কাজ শেষ করার পর পরিষেবা চালু হলে খুশি হবেন প্রত্যেকেই।’ অন্যদিকে, ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এই আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে। সরকারিভাবে কাজ শুরু হয়েছে। এই প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছে ১৫ লক্ষ টাকা। আমাদের লক্ষ্য মানুষকে পরিষেবা দেওয়া। যত দ্রুত তা করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে।’