বেলাকোবা: ভারত-বাংলাদেশ সীমান্তে মিলন মেলা হল না এবছরও। আগে নববর্ষের আগের দিন রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের খালপাড়ার সীমান্ত সংলগ্ন এলাকায় এই মিলন মেলা পালিত হত। কিন্তু এবছর সীমান্ত এলাকার সেই পরিচিত দৃশ্য যেন পুরোপুরি উধাও।
কুকুর জান গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল পোদ্দারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এর জন্য দায়ী করেন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকে। তিনি বলেন,‘বতর্মানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এই মেলা না হওয়াটাই স্বাভাবিক। অনান্য সময় দুই প্রতিবেশী দেশের এই সীমান্ত এলাকার বাসিন্দারা তাঁদের আত্মীয়দের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে হাসি কান্নায় মেতে উঠতেন।’
প্রসঙ্গত, কুকুর জান গ্রাম পঞ্চায়েতের এই মিলন মেলায় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসতেন। বিশেষত বৃদ্ধ-বৃদ্ধাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁরা হেঁটে,গাড়িতে কিংবা মোটর বাইকে করে এসে ভিড় জমাতেন বর্ডার সংলগ্ন গেট গুলিতে। সারা বছর অপেক্ষার পর এদিন দুই দেশের আত্মীয়-স্বজনরা পরস্পরের সঙ্গে দেখা করে কথা বলার জন্য অপেক্ষায় থাকতেন। করোনার সময়কাল থেকেই এই মিলন মেলা হচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী মফিজুল হক। তাঁরা চান পুনরায় শুরু হোক এই মিলন মেলা। যদিও এই মেলা বন্ধের সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছেন অনেকে। এলাকাবাসী আব্দুল ওয়াহিদ বলেন, ‘আমরা সীমান্ত এলাকায় বতর্মানে শান্তিতে রয়েছি, নচেৎ মেলার সময় দুষ্কৃতিদের অত্যাচার হয়।’