অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতা: চলছে আইপিএল। তার মধ্যেই ভারতীয় ক্রিকেট সংসারের ভবিষ্যৎ নিয়ে চোরাস্রোত বইছে! সঙ্গে রয়েছে আগামীর লক্ষ্যে বিস্তর ভাবনা, জল্পনা ও পরিকল্পনাও। আর সেই ভাবনা ও পরিকল্পনার ফল কী হতে চলেছে, হয়তো স্পষ্ট হয়ে যাবে শনিবার। সেদিন গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হালফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে সচিব দেবজিৎ সইকিয়ার নেতৃত্বে। এমন এক বৈঠক, যাকে বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেট সংসারের আগামীর মাইলস্টোন বৈঠক। সেই বৈঠক শেষে হয়তো শুরু হবে নানা বিতর্কও।
মহিলা ক্রিকেটারদের জন্য বোর্ডের মূল চুক্তির তালিকা দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে। কিন্তু ছেলেদের ক্রিকেটের মূল চুক্তির তালিকা কবে প্রকাশ করা হবে? জবাব আপাতত নেই। শনিবারের বৈঠকে তার দিশা মিলতে পারে। ভারত অধিনায়ক হিসেবে আইপিএলের পরই টিম ইন্ডিয়ার পাঁচ টেস্টের বিলেত সফরে কি যাবেন রোহিত শর্মা? যদি তিনি না যেতে পারেন, তাহলে লাল বলের ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ কী হবে? রোহিত ইংল্যান্ড সফরের পাঁচ টেস্টে না গেলে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে? দলের সহ অধিনায়কের দায়িত্বই বা কে পাবেন? পুরুষদের ক্রিকেটে বোর্ডের মূল চুক্তিতে শ্রেয়স আইয়ারের ফেরা নিশ্চিত। কিন্তু ঈশান কিষানের কী হবে? ‘বাধ্য’ ছেলের মতো শ্রেয়স-ঈশান দুজনই ঘরোয়া ক্রিকেট খেলেছেন। শ্রেয়স ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার সংসারে ফিরে এসেছেন। কিন্তু ঈশান ফিরতে পারেননি এখনও।
এখানেই শেষ নয়। শনিবারের মহা গুরুত্বপূর্ণ বৈঠকের অ্যাজেন্ডা হিসেবে আরও একটি বিষয় রয়েছে। সৌজন্যে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ। বিসিসিআইয়ের একটি সূত্রের দাবি সঠিক হলে, টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের তালিকায় কিছু রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর কোচ গৌতম গম্ভীর নয়া লাইফলাইন পেয়ে গিয়েছেন। তাঁর সহকারী হিসেবে বোলিং কোচ মরনি মরকেলও থাকছেন। সমস্যা তৈরি হয়েছে অভিষেক নায়ার ও সীতাংশু কোটাককে নিয়ে। দুজনের ভূমিকাই প্রায় এক। তাই কোনও একজনের চাকরি যেতে পারে বলে খবর। পাশাপাশি দলের ফিল্ডিং কোচ টি দিলীপকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট খুব একটা সন্তুষ্ট নয় বলেই খবর। দিলীপেরও চাকরি যেতে পারে, এমন সম্ভাবনা ক্রমশ বাড়ছে। রাতের দিকে মুম্বই থেকে বিসিসিআইয়ের এক প্রভাবশালী কর্তা নাম না লেখার শর্তে উত্তরবঙ্গ সংবাদ-কে বলছিলেন, ‘শনিবার গুয়াহাটির বৈঠকে একঝাঁক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব ভারতীয় ক্রিকেটে সুদূরপ্রসারী হতে চলেছে।’
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন অধিনায়ক রোহিত। তিনি ২০ জুন থেকে ইংল্যান্ডের লিডসে শুরু হতে চলা টিম ইন্ডিয়ার বিলেত সফরে যাওয়ার ব্যাপারে কতটা আগ্রহী, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বোর্ডের একটি সূত্রের খবর, জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার হিটম্যানের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। রোহিত এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেননি। হিটম্যান এখনও সিদ্ধান্ত নিতে না পারলেও বিরাট কোহলি নিশ্চিতভাবেই ইংল্যান্ড যাচ্ছেন। জুন-জুলাইয়ে নির্ধারিত থাকা ভারতের ইংল্যান্ড সফর কোহলির শেষ বিলেত সফর হতে চলেছে। কিন্তু সেই সফরে পাঁচ টেস্টের চ্যালেঞ্জ সামলানোর সময় রোহিতকে বিরাট পাশে পাবেন কিনা, সেটাই দেখার।