BB 18’s Avinash Mishra SLAMS Mahira Khan over her Indo-Pak Pressure row

BB 18’s Avinash Mishra SLAMS Mahira Khan over her Indo-Pak Pressure row

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসের পর জঙ্গি গোষ্ঠীগুলির ‘আশ্রয়’ পাকিস্তানকে কোনওরকম রেয়াত করতে নারাজ ভারত। এমন আবহে স্বাভাবিকভাবেই দেশ, সেনাবাহিনীর জয়গান গেয়ে সমস্বরে গর্জন ছেড়েছে বিনোদন ইন্ডাস্ট্রি। আমজনতার পাশাপাশি তারকারাও একজোট। এবার ভারতকে তোপ দেগে বিতর্কিত পোস্ট করে রোষানলে পড়তে হল মাহিরা খানকে।

শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমার সুবাদে ভারতে জনপ্রিয়তা পান পাক মুলুকের নায়িকা মাহিরা খান। শোনা যায়, তার পরও ভারতে বেশ কিছু প্রজেক্ট ছিল তাঁর হাতে। তবে পুলওয়ামা কাণ্ডের পর ‘কোপ’ পড়ে সেসব কাজে! তার পর আর ভারতীয় সিনেজগতে প্রতিবেশী দেশের অভিনেত্রীকে দেখা যায়নি। পহেলগাঁও হামলার পর সেই আশা আরও বিশ বাঁও জলে। বৈসরন উপত্যকার ঘটনায় শোকপ্রকাশ করেও শোকবার্তা কিছুক্ষণের মধ্যে ডিলিট করে দেন মাহিরা। যার জেরে কম সমালোচিত হতে হয়নি তাঁকে। ভারত তো বটেই এমনকী তাঁর নিজের দেশের নাগরিকরাও ছেড়ে কথা বলেনি! এবার ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে ‘ভারত বিরোধী’ পোস্ট করে ফের বিতর্কের শিরোনামে পাকিস্তানের অভিনেত্রী।

এক দীর্ঘ পোস্টে মাহিরা খানের অভিযোগ, ‘আমি কৃতজ্ঞ যে, এমন একটি দেশে বাস করি যেখানে আমাকে পাখি পড়ানোর মতো কিছু বলতে বাধ্য করা হয় না। আমার নিজস্ব কণ্ঠস্বর আছে এবং সেটা আমি ব্যবহার করতে পারি। আমার দেশেও যখন অন্যায় দেখি, প্রতিবাদ করি। আর এবার আমার দেশ পাকিস্তানকে কোনওরকম প্রমাণ ছাড়াই দোষারপ করা হচ্ছে। ভারত, তোমার যুদ্ধ এবং ঘৃণার রেশ বহু বছর ধরে চলছে। মি নিজের চোখে দেখেছি এবং অনুভব করেছি। তোমাদের সংবাদমাধ্যম বিভাজননীতিকে উৎসাহ দেয়। তুমি রাতের অন্ধকারে শহরে আক্রমণ করে এটাকে ‘বিজয়’ বলে দাবি করো?’ মাহিরা খানের এমন পোস্ট ভাইরাল হতেই অভিনেতা তথা ‘বিগ বস ১৮’ প্রতিযোগী অবিনাশ মিশ্র পালটা আক্রমণ শানিয়েছেন পাক অভিনেত্রীর উদ্দেশে।

Pakistani actor Mahira Khan condemns Pahalgam attack, deletes post later

ইনস্টা স্টোরিতে মাহিরার মন্তব্য শেয়ার করে অভিনেতার সাফ কথা, ‘এই যে মাহিরা, তথ্যপ্রমাণ দেখেই দোষারোপ করা হয়েছে। অযথা কাউকে দোষ দিই না আমরা। আর আমরা কেন গোটা বিশ্ব এর প্রমাণ চাক্ষুষ করেছে। তবে একটাই কথা, সব শান্ত হয়ে গেলে আর ভারতে কাজ চাইতে এসো না।’ সেই পোস্টেই আবার অবিনাশ মিশ্রর সংযোজন, ‘তবে তোমাকে কুর্নিশ জানাই, নিজের দেশের প্রতি অন্তত সৎ তুমি। এখানে তো বেশ কজন তারকা রয়েছে যারা ফলোয়ারের বাইরে কিছু ভাবতে পারে না। দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। চিন্তা নেই, ওদের নম্বরও আসবে কোনও না কোনও দিন।’

প্রসঙ্গত, কাশ্মীরের হামলায় যখন পাকিস্তানের দিকে ‘জঙ্গি মদতের’ অভিযোগ উঠেছে, তখন ‘কাপুরুষোচিত কাজ’ বলে প্রতিবাদ করেছিলেন মাহিরা। ইনস্টা স্টোরিতে তিনি লিখেছিলেন, ‘বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনওরকম হিংসার ঘটনা ঘটানো কাপুরুষোচিত কাজ ছাড়া আর কিছুই নয়! পহেলগাঁও কাণ্ডে যাঁরা ভুক্তভোগী, তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’ কিন্তু সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে দিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী। তার পর থেকেই লাগাতার কটাক্ষের শিকার হতে হয় মাহিরাকে। এমনকী ভারতের হয়ে প্রতিবাদ করায় নিজের দেশেই সমালোচনার মুখে পড়েন মাহিরা। সম্প্রতি অপারেশন সিঁদুরের (Operation Sindoor) প্রতিবাদ করে পাকিস্তান অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘প্রকৃত অর্থেই কাপুরুষোচিত হামলা! আল্লা আমাদের দেশকে রক্ষা করুন। আমিন।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *