Bardhaman | ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুমি, বলতে পারছেন না ঠিকানা!

Bardhaman | ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুমি, বলতে পারছেন না ঠিকানা!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান: মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী হয়ে গিয়েছেন ভবঘুরে! এমনই ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজার এলাকায়। সোমবার সকালে এলাকার মানুষ দেখতে পান পরণে হাফ প্যান্ট আর ফুল হাতা জামা, পায়ে হাওয়াই চটি পরিহিত মাঝ বয়সী এক মহিলা বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক ধরে উদ্ভ্রান্তের মতো হেঁটে যাচ্ছেন। বৃষ্টি নামতেই তিনি আমিলা বাজারে থাকা বিশ্রামাগারে ঢুকে পড়েন। মহিলাকে দেখে তাঁর পরিচয় জানার জন্য এলাকার সকলেই কৌতুহলী হয়ে পড়েন।

এরপরেই তাঁরা মহিলার কাছে গিয়ে তাঁর পরিচয় জানতে চাইলে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলার ফাঁকেই মহিলা বলেন,“আমি সুমি হর চৌধুরী। আমি টিভি সিরিয়ালের অভিনেত্রী।” স্টার জলসায় হওয়া ধারাবাহিকে অভিনয় করার কথাও জানান ওই মহিলা। এরপর ওই নামে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ঘেঁটে মানুষজন নিশ্চিত হন যে, ওই মহিলা মিথ্যা বলছেন না। তিনি সত্যি সত্যি যে, টিভি সিরিয়ালে অভিনয় করেছেন, সেই ব্যাপারেও সোশ্যাল মিডিয়া ঘেঁটে একপ্রকার নিশ্চিত হন আমিলা বাজার এলাকার মানুষজন।

তবে কোথা থেকে তিনি এলেন? কেনই বা তিনি উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? অনেক চেষ্টা করেও এই সব প্রশ্নের উত্তর মহিলার কাছ থেকে উদ্ধার করতে পারেন নি আমিলা বাজারের মানুষজন। এরপরেই তাঁরা ওই মহিলাকে খণ্ডঘোষ থানায় পৌঁছে দেন।

ঘটনাপ্রসঙ্গে বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) অভিষেক মণ্ডল জানান, মহিলাকে হোমে পাঠানো হয়েছে। কলকাতার বেহালা থানাতেও এই মহিলার বিষয়ে খবর পাঠানো হয়েছে। মহিলার পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *