গঙ্গারামপুর: বনধের সমর্থনে রাস্তা নামতেই অবরোধকারী সিপিএম নেতাকে (CPM Chief) সপাটে চড় পুলিশ অফিসারের! সিপিএম নেতাকে শুধু চড় মারাই নয়, সিপিএম নেতাকে গ্রেপ্তারও (Arrest) করেছে পুলিশ। এই নিয়ে তুমুল উত্তেজনা দেখা দেয় দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বংশীহারীতে। ইতিমধ্যেই বংশীহারী থানার আইসি অসীম গোপের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা সিপিএম নেতৃত্ব। অন্যদিকে, সিপিএম নেতাকে চড় মারা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ।
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে শান্তিপূর্ণ ধর্মঘটের পিকেটিং চলাকালীন হঠাৎ করে বংশীহারী থানার আইসি অসীম গোপ উপস্থিত হয়ে সিপিআইএমের বংশীহারী এরিয়া কমিটির অন্যতম সদস্য মাজেদার রহমানকে সপাটে গালে চড় মারেন। ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান ওই সিপিএম নেতা। চড় মারার পর আইসি বলেন, ‘ফাজলামো হচ্ছে। গরম চলবে না। দাদাগিরি চলবে না।’ এরপর ওই সিপিএম নেতাকে থানায় নিয়ে যায় পুলিশ।
এই ঘটনায় পুলিশকে উদ্দেশ করে সিপিআইএমের বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক বাবলুচন্দ্র দে বলেন, ‘মাজেদার রহমানের গালে সপাটে চড় মারেন। তাঁকে গ্রেপ্তার করেন। অথচ অনুব্রতর মতো লোক যখন পুলিশের মা-বোন তুলে গালিগালাজ করে, তখন লেজ গুটিয়ে বসে থাকে। আমরা এসডিপিও ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাব। কোনও পদক্ষেপ করা না হলে আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে যাব।’
অন্যদিকে, বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুর ও বংশীহারীতে। গঙ্গারামপুর (Gangarampur) শহরে বনধ সমর্থনকারীরা মিছিল বের করে বিভিন্ন অফিসের সামনে বিক্ষোভ দেখালে পুলিশ তাঁদের বাধা দেয়। হাইরোড এলাকা ও রেজিস্ট্রি অফিস এলাকা থেকে দু’দফায় সিপিআইএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক জীবন কুমার সরকার সহ মোট ১৮ জন সমর্থনকারীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর থানায় (Gangarampur Police Station)। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তা হওয়া ১৮ জন বনধ সমর্থনকারীদের থানা থেকে এখনও ছাড়া হয়নি।