মাথাভাঙ্গা: কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর সেই মাছ যদি হয় ইলিশ, আর সময়টা হয় পুজোর মরশুম তাহলে তো কথাই নেই। মহালয়ার পর থেকেই গুঞ্জন চলছিল, অবশেষে শুক্রবার সকালে মাথাভাঙ্গা মাছ বাজারে দেখা মিলল বাংলাদেশের ইলিশের। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট থেকে প্রায় ৬০ কেজি রূপোলি শস্য বাংলাদেশের ইলিশ এদিন এসে পৌঁছয় মাথাভাঙ্গা মাছ বাজারে। আর তাতেই ক্রেতাদের মধ্যে আনন্দের ঝিলিক।
পুজোর আগে এক কেজি সাইজের মাছ হাতে নিয়েই সন্তুষ্টি। তবে সন্দেহও কম নয়। ব্যাংককর্মী সুবীর আতর্থীর আশঙ্কা, দিঘা বা ডায়মন্ডহারবারের ইলিশকেই কিনা ‘বাংলাদেশি’ সাজিয়ে বিক্রি করা হচ্ছে। নির্মলা কলোনির মৎস্যজীবী সমবায়ও চালানের খবর পায়নি। বিক্রেতা স্বপন দাস অবশ্য দৃঢ়ভাবে দাবি করেন, এ আসল বাংলাদেশের ইলিশ, বাজারে মাছ উঠতেই সব শেষ। বিতর্ক যাই হোক, দুর্গাপুজোর ঢাকের সঙ্গে মিশে গিয়েছে ইলিশের সোনালি গন্ধ, মাথাভাঙ্গা বাজারে এনে দিয়েছে এক বিশেষ উৎসবের রঙ।