খড়িবাড়ি: অবৈধভাবে কাঁটাতারের বেড়া টপকে ভারতে এসে দীর্ঘ ৬ মাস ধরে ইন্দো-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি এলাকায় বসবাস করছিলেন এক বাংলাদেশি। অবশেষে এই অনুপ্রবেশকারীকে পাকড়াও করল এসএসবি। ভারতে এসে সে তেজপাতার ব্যবসা শুরু করে দিয়েছিল। শুক্রবার এসএসবি ৪১নম্বর ব্যাটালিয়নের স্পেশাল অপারেশনাল গ্রুপ তাঁকে আটক করে তুলে দিয়েছে খড়িবাড়ি পুলিশের হাতে।
জানা গিয়েছে, ধৃতের নাম অতীত রায়। বয়স ২৪। সে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। গত ৬ মাস আগে কাঁটাতারের বেড়া টপকে দালালের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলা লাগোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসেন এই বাংলাদেশি নাগরিক। ভারতে প্রবেশের জন্য অতীতের কাছ থেকে দালাল নিয়েছে নগদ ১২ হাজার টাকা। ভারতে এসে সে রায়গঞ্জ থেকে বাসে শিবমন্দিরে আসে। এরপর সে পানিট্যাঙ্কির জনৈক সাগর বর্মনের সহযোগিতায় পানিট্যাঙ্কি সংলগ্ন খয়েরমনিজোতে বসবাস শুরু করেন। প্রথমে শিবমন্দিরে ৫ মাস শ্রমিকের কাজকরেন তিনি। পরবর্তীতে বুড়াগঞ্জের খয়েরমণিজোতে তেজপাতার ব্যবসা শুরু করেন।
গোপনসূত্রে এসএসবি খবর পায়, অবৈধভাবে ভারতে এসে পানিট্যাঙ্কি এলাকায় বসবাস করছেন এক বাংলাদেশি। সেই খবর পেয়ে এসএসবির ৪১নম্বর ব্যাটালিয়নের স্পেশাল অপারেশনাল গ্রুপ অভিযান চালায় ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি সংলগ্ন খয়েরমনিজোতে। সেখান থেকেই বাংলাদেশি অতীতকে আটক করে জওয়ানরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। এই নিয়ে ভারত নেপাল সীমান্তে এসএসবির হাতে ধরা পড়ল ৪জন বাংলাদেশি।
শুক্রবার সন্ধ্যায় ধৃত বাংলাদেশিকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে তোলা হয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতে।