উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা বাংলাদেশে (Bangladesh Airplane Crash) । ঢাকার উত্তরায় একটি স্কুলের উপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৬ জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে এই সংখ্যা ১৯ জন বলে জানানো হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ১২০ জন জখম হয়েছেন। বেশিরভাগেরই শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। জখমদের বয়স ১৪ থেকে ২০ বছর। মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
জানা গেছে, প্রশিক্ষণ চলাকালীন একটি স্কুল ভবনের উপর ভেঙে পড়ে বাংলাদেশের বায়ুসেনার বিমানটি। বিমানটি ভেঙে পড়ার পর স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ বায়ুসেনার এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি সোমবার বেলা ১টা ৬ মিনিটে (বাংলাদেশের স্থানীয় সময়) উড়ান শুরু করে। এরপর সেটি একটি স্কুল ভবনের ক্যান্টিনের ছাদে গিয়ে পড়ে। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি , বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশী মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।