Bangladesh | সংঘর্ষ-ভাঙচুরের জেরে অগ্নিগর্ভ গোপালগঞ্জে চলছে কার্ফিউ! সকাল থেকেই পরিস্থিতি থমথমে

Bangladesh | সংঘর্ষ-ভাঙচুরের জেরে অগ্নিগর্ভ গোপালগঞ্জে চলছে কার্ফিউ! সকাল থেকেই পরিস্থিতি থমথমে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র (NCP) সমাবেশকে ঘিরে বুধবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশের (Bangladesh) গোপালগঞ্জে (Gopalganj)। দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর চলার পর রাত থেকেই কার্ফিউ জারি করা হয়। উত্তেজনা এখন কমলেও বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে পরিবেশ রয়েছে সেখানে।

গতকাল এনসিপির সমাবেশ ছিল গোপালগঞ্জ পুরসভা পার্কে। এই সমাবেশ ঘিরে যে পরিস্থিতি খারাপ হতে পারে সেই আভাস পাওয়া গিয়েছিল আগেই। কিন্তু পুলিশের কড়া পাহারা সত্ত্বেও সভা শেষে আওয়ামি লিগ (Awami League) ও নিষিদ্ধ ছাত্রলিগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। এমনকি আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। হামলা ঠেকাতে শেষে কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে পুলিশ। দফায় দফায় হামলাকারীদের সঙ্গে পুলিশ ও সেনার সংঘর্ষে মৃত্যু হয় কমপক্ষে চারজনের। গুলিবিদ্ধ হন অন্তত ৯ জন। আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাতেই গোপালগঞ্জে কার্ফিউ জারি করা হয়। বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত কার্ফিউ চলবে বলে ঘোষণা করা হয়েছে। এদিন সকাল থেকে পরিবেশ শুনশান থাকলেও বাইরে কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সকাল ৮টা পর্যন্ত পুলিশের কোনও তৎপরতা দেখা যায়নি। সকালে অধিকাংশ দোকান বন্ধ ছিল। তবে বেলা বাড়লে ধীরে ধীরে খুলেছে কিছু দোকান। তবে শহরের রাস্তায় এখনও বাঁশ, ইটপাটকেল পড়ে থাকতে দেখা গিয়েছে। সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তায় ফেলে রাখার ফলে ও বিভিন্ন তোরন ভেঙে পড়ার ফলে বেশ কিছু জায়গায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তবে রাস্তায় যানবাহন কম চলাচল করছে সেখানে। স্থানীয় বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলি কারফিউয়ের কারণে বন্ধ রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *