উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেখ মুজিবর রহমানের স্মৃতি মুছতে তৎপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (Bangladesh)। এবার বদলে দেওয়া হল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম (Bangabandhu Stadium)। পরিবর্তে নতুন নাম দেওয়া হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম একটি বিজ্ঞপ্তিতে শনিবার একথা জানিয়েছেন। এই প্রথম আন্তর্জাতিক মানের কোনও স্টেডিয়ামের নাম বদল করল অন্তর্বর্তী সরকার।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামটি। সেই সময় স্টেডিয়ামটি পরিচিত ছিল ঢাকা স্টেডিয়াম নামে। ক্রিকেট, ফুটবল দুটিই খেলাই হত এই স্টেডিয়ামে। পরে যদিও ক্রিকেট সরে যায় এখান থেকে। বাংলাদেশের জাতীয় পর্যায়ের অনেক খেলাই অনুষ্ঠিত হয়েছে এখানে। এমনকি ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টও হয়েছিল এই মাঠে। এরপর ১৯৯৬ সালে আওয়ামি লিগ ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নাম হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
গত বছর ৫ অগাস্ট বাংলাদেশের ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা (Sheikh Hasina)। এরপরই সে দেশে ক্ষমতায় আসে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই স্থাপত্য, পাঠ্যবই থেকে শুরু করে অনেক জায়গা থেকেই সরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নাম। এমনকি গত ৫ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। এবার পালটে দেওয়া হল বঙ্গবন্ধুর নামে রাখা স্টেডিয়ামের নামও।