উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইসিসি-র নির্বাসনের কোপে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট। নেপথ্যে বাংলাদেশ ক্রিকেটে চলা বর্তমান অচলাবস্থা। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু জানা যাচ্ছে যে, ফারুক ইস্তফা দিতে মোটেও রাজি নন। ফলে অন্তর্বর্তী সরকার যদি ফারুককে জোর করে ইস্তফা দিতে বাধ্য করে তবে আইসিসি-র কোপের মুখে পড়তে পারে বাংলাদেশ।
জানা গিয়েছে, বাংলাদেশের যুব এবং ক্রীড়া দপ্তরের পরামর্শদাতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার ফারুককে ফোন করে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন। ঘটনাটি জানিয়ে ফারুক তখন বলেছিলেন, ‘আমি কোনও সিদ্ধান্ত নিইনি।’ এরপর বৃহস্পতিবার তিনি জানান যে, তিনি ইস্তফা দেবেন না। এর নেপথ্যে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, পদত্যাগ করব না। আমাকে বলা হয়েছে, সরকার নাকি আমাকে আর বোর্ড সভাপতি হিসেবে রাখতে চাইছে না।কিন্তু কেন রাখতে চাইছে না, তার কোনও কারণ আমাকে বলেনি। বিনা কারণে তো আমি পদত্যাগ করতে পারি না।’ এই বিষয়ে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফারুকের পাশে দাড়িয়েছেন তাঁর বেশ কিছু সতীর্থরাও।
তবে ফারুক যদি নিজে থেকে ইস্তফা না দেন তবে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। এক্ষেত্রে দেশের ক্রিকেট বোর্ডে সরকারের সরাসরি হস্তক্ষেপের ব্যাপারটি চলে আসছে, যা একদমই ভালোচোখে দেখে না আইসিসি। অতীতেও একই কারণে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়েকে নির্বাসিত করেছিল তাঁরা। এবার সেই নির্বাসনের খাঁড়া বাংলাদেশের ওপরেও নেমে আসে কিনা সেটাই এখন দেখার।